অবশেষে ভারতের ভিসা পেলেন সাবিনা-কৃষ্ণা
প্রকাশ | ২৫ মার্চ ২০১৮, ২২:১৫
অবশেষে ভারতের ভিসা পেলেন দুই বাংলাদেশি নারী ফুটবলার সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকার।
২৫ মার্চ (রবিবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবিনা খাতুন এবং কৃষ্ণা রানী সরকার হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় ভারতীয় হাই কমিশনার তাদের ক্যারিয়ারের সফলতার জন্য শুভ কামনা জানান। লীগের খেলায় অংশগ্রহণের জন্য অবিলম্বে ভিসা দেওয়ায় হাইকমিশনারকে ধন্যবাদ জানান এ দুই তারকা।
উল্লেখ্য, প্রথমবারের মত ইন্ডিয়ান উইমেন্স লিগে তামিলনাড়ুর সিথু এফসির হয়ে খেলার সুযোগ পান সাবিনা ও কৃষ্ণা। সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন ও অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার। কিন্তু দুবার আবেদন করেও ভিসা না পাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছিল লীগের হয়ে বাংলাদেশের এই দুই তারকার খেলা।