‘পুরুষ দলের কোচ হিসেবে দেখতে চাই’
প্রকাশ | ০৩ জানুয়ারি ২০১৮, ১৬:০১
![](/assets/news_photos/2018/01/03/image-13271.jpg)
আমি একদিন আপনাকে পুরুষ ক্রিকেট দলের কোচ হিসেবে দেখতে চাই- বললেন বলিউডের বাদশা খ্যাত শাহরুখ খান। আর যার উদ্দেশ্যে তিনি এই প্রশংসা বক্তব্যটি উচ্চারণ করেন তিনি হলেন বর্তমান ভারতের নারী ক্রিকেট দলের অন্যতম ডানহাতি ব্যাটসম্যান মিতালি রাজ।
সম্প্রতি শাহরুখের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন নারী ক্রিকেটের অন্যতম কিংবদন্তী মিতালি রাজ। আর এই অনুষ্ঠানেই মিতালির সাফল্যে গুণমুগ্ধ বলিউড কিং মিতালিকে উদ্দেশ্য করে বলেন,‘আমি আশা করি, ক্রিকেট থেকে অবসরের পর মিতালি তার অভিজ্ঞতা দিয়ে ভারত পুরুষ টিমের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।’
জবাবে মিতালি বলেন, ‘আমি আমার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করব।’
উল্লেখ্য, ১৭ বছর বয়স থেকে ক্রিকেট শুরু করা মিতালি রাজ ১৮ বছরের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে ঝুলিতে ভরেছেন একগাদা রেকর্ড। প্রথম নারী ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৭ টি অর্ধশতক এর মালিক তিনি। ওয়ানডে ক্রিকেটে প্রথম ও একমাত্র ছয় হাজার রান করা নারী ক্রিকেটার তিনি। তার সফল অধিনায়কত্বে ২০০৫ এবং ২০১৭ সালের বিশ্বকাপ ফাইনালে খেলেছে ভারতের নারী ক্রিকেট দল ।