ফেসবুকের কল্যাণে বৃদ্ধা পেলেন হুইল চেয়ার
প্রকাশ | ১৪ জুলাই ২০১৭, ০১:৪২
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে নোয়াখালীতে অসহায় এক বৃদ্ধা মা পেলেন হুইল চেয়ার।
১৩ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে জেলার সদর উপজেলার বিনোদপুর গ্রামে বৃদ্ধা ছবুরা খাতুনকে হুইল চেয়ার দেয়া হয়।
স্থানীয় সাংবাদিক গোলাম কিবরিয়া রাহাতের ফেসবুক স্ট্যাটাস দেখে প্রতিবন্ধী ছবুরা খাতুনের পাশে দাঁড়ালেন এস ই এল স্যারিটেবল ফাউন্ডেশন কোঅর্ডিনেটর ইবনুল সাঈদ রানা।
সাংবাদিক গোলাম কিবরিয়া রাহাত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিম শুভর সহযোগিতায় ছবুরা খাতুনের বাড়িতে পৌঁছে দেয়া হয় এই হুইল চেয়ার।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, জি এম হায়দার চৌধুরী, মাহবুবুল হাসান চৌধুরী রাসেল, সাইদুজ্জামান রাজু, সমাজসেবক মো. ওয়াসিম উদ্দিন, সময় টিভির ক্যামেরাপারসন জামাল উদ্দিন, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
খবর নিয়ে জানা যায়, নোয়াখালী জেলার সদর উপজেলার বিনোদপুর গ্রামে ছবুরা খাতুনের গত তিন বছর আগে দুর্ঘটনায় দুই পা বিকল হয়ে যায়।
হাঁটতে না পারায় নিজের পায়ে দাঁড়াতে পারতেন না। স্বামীহারা এই বৃদ্ধার সন্তানদের পক্ষে একটি হুইল চেয়ার কিনে দেয়ার সামর্থ্য ছিল না।
এসব তথ্য নিয়ে ফেসবুকে দেয়া স্ট্যাস্টাস দেখে এস ই এল স্যারিটেবল ফাউন্ডেশন এগিয়ে আসে।