ওয়েব ডেভেলপমেন্টের সেরা ৫ ইউটিউব চ্যানেল
প্রকাশ | ২৫ মার্চ ২০১৭, ১৪:২১ | আপডেট: ২৬ মার্চ ২০১৭, ০০:৫৭
বিশ্ব এগিয়ে যাচ্ছে। এর সঙ্গে তাল মেলাতেই মানুষ নিয়ম মেনে নির্দিষ্ট সময়ে কাজ করার চেয়ে ঘরে বসে পছন্দমত কাজ করতে আগ্রহী হয়ে উঠছে। সে কারণেই দিনদিন জনপ্রিয় হচ্ছে ফ্রিল্যান্সিং। আর ফ্রিল্যান্সিংয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। আসুন জেনে নেই বিনামূল্যে ওয়েব ডেভেলপমেন্ট শেখার সেরা ৫ ইউটিউব চ্যানেল সম্পর্কে।
কোডকোর্স
জনপ্রিয় ইউটিউব চ্যানেল কোডকোর্স থেকে আপনি বিনামূল্যে ওয়েব ডেভেলপমেন্টের জন্য কোড শিখতে পারবেন। তাছাড়া এই চ্যালেন থেকে আপনি টিউটোরিয়ালের মাধ্যমে বিনামূল্যে শিখতে পারবেন পিএইচপি, সিএসএস, হোস্টিংয়ের মত জনপ্রিয় বিষয়গুলো। চ্যানেলটির লিংক।
ডেভ টিপস
ইউটিউবের এই চ্যানেল থেকে আপনি পাবেন সাপ্তাহিক টিউটোরিয়াল। প্রতিটি ভিডিওতে একটি সহজ অনুসরণ পদ্ধতিতে পরিপূর্ণভাবে শেখানোর চেষ্টা করা হয়। এই চ্যানেলের মাধ্যমে আপনি বিনামূল্যে বেসিক এইচটিএমএল, সিএসএস, সিএসএস পজিশনিং ছাড়াও জাভাস্ক্রিপ্টের মত জনপ্রিয় বিষয়গুলো। চ্যানেলটির লিংক।
লেভেল আপ টাস
স্কট টয়লেন্সকে এই চ্যানেলটি পরিচালনা করেন। তিনি একটি নির্দিষ্ট বিষয়ে সপ্তাহে দুটি টিউটোরিয়াল প্রকাশ করেন। ইউটিউবের এই জনপ্রিয় চ্যানেল থেকে আপনি শিখতে পারবেন এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, ওয়েব বিল্ডিংসহ ডিজাইনিংয়ের মত জনপ্রিয় বিষয়গুলো। চ্যানেলটির লিংক।
জেআরইএএম
ইউটিউবের এই জনপ্রিয় চ্যানেল থেকে অনেক বিষয় শিখতে পারবেন। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হল- সিএসএস, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর, বেক অ্যান্ড ডেভেলপমেন্ট। এছাড়া পাবেন নিত্য নতুন প্রযুক্তি নিয়ে টিউটোরিয়াল। চ্যানেলটির লিংক।
লার্নকোড
ইউটিউবের এই জনপ্রিয় চ্যানেল থেকে আপনি বিনামূল্যে শিখতে পারবেন এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন, ভেভালমেন্ট কৌশলসহ প্রভৃতি। চ্যানেলটির লিংক।
সূত্র: জাগোনিউজ