x

এইমাত্র

  •  বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ ৬৫ লাখ ৩৭ হাজার ৭৬৫ জন
  •  বিশ্বে করোনায় মোট মারা গেছেন ৫ লাখ ৩৬ হাজার ৮৫৩ জন
  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ৩২০১ জন, মৃত ৪৪ জন
  •  বড় নিয়োগ আসছে প্রাথমিকে
  •  এবারের হজে কাবা স্পর্শ করা নিষিদ্ধ

ধানমন্ডিতে স্যামসাং এর এক্সক্লুসিভ জোন

প্রকাশ : ০৯ মার্চ ২০১৭, ২০:৪৯

জাগরণীয়া ডেস্ক

বিশ্বের শীর্ষ কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং ইলেকট্রনিক্স, ধানমন্ডি এবং পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের জন্য এক ছাদের নিচে স্যামসাং-এর সব আসল পণ্যের চাহিদা মেটাতে নতুন একটি এক্সক্লুসিভ জোন উদ্বোধন করেছে। ট্রান্সকম ডিজিটাল পরিচালিত এই এক্সক্লুসিভ জোনটি ধানমন্ডির সাতমসজিদ রোড-এ অবস্থিত।

ধানমন্ডির ১২০০ স্কয়ার ফুটের এই এক্সক্লুসিভ জোনে গ্রাহকরা ক্রয় করতে পারবেন টেলিভিশন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন এবং স্মার্টফোনসমূহ। এই এক্সক্লুসিভ জোনে গ্রাহকরা উপভোগ করতে পারবেন ইলেকট্রনিক ডিভাইসগুলোর ওয়ান স্টপ শপিং অভিজ্ঞতা, যা গ্রাহকদের প্রতি স্যামসাং- এর প্রতিশ্রুতিরই অংশ।

এই এক্সক্লুসিভ জোনটি উদ্বোধন করেন স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ- এর ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন। এতে আরও উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিক্স-এর হেড অব বিজনেস ফিরোজ মোহাম্মদ, ট্রান্সকম গ্রুপের ডিরেক্টর আরশাদ ওয়ালিউর রহমান, ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের সিওও আরশাদ হক এবং হেড অব বিজনেস ইয়ামিন শরীফ চৌধুরী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত