হোয়াটসঅ্যাপে নতুন স্ট্যাটাস সেবা

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৩৬

জাগরণীয়া ডেস্ক

‘হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস’ নামে নতুন ফিচার এনেছে সংশ্লিষ্টরা।

সম্প্রতি ৮ বছর পূর্ণ করেছে হোয়াটসঅ্যাপ। আর এ উপলক্ষে গ্রাহকদের মন জুড়াতে নতুন ফিচারটি এনেছে তারা।

‘হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস’ দিয়ে টেক্সটের জায়গায় ভিডিও, ছবি বা জিআইএফ শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। কে বা কারা আপনার নতুন স্ট্যাটাস দেখেছে, সেটাও দেখতে পারবেন। এমনকি, ফেসবুকের মতো স্ট্যাটাসে কমেন্টও করা ‌যাবে। তবে এই স্ট্যাটাস থাকবে মাত্র ২৪ ঘণ্টা। তারপর আপনাআপনি মুছে ‌যাবে।

স্ন্যাপচ্যাট-ইনস্টাগ্রামের স্টোরিজ ফিচারের সুবিধা দেবে নতুন ফিচারটি। এটি যুক্ত হওয়ায় অ্যান্ড্রয়েড সংস্করণের হোয়াটসঅ্যাপে এখন চারটি অপশন দেখা ‌যাচ্ছে। এগুলো হলো ক্যামেরা, চ্যাট, স্ট্যাটাস এবং কল অপশন।

গুগল প্লে-স্টোরে ঢুকে হোয়াটসঅ্যাপ আপডেট করলে নতুন অপশনগুলোর দেখা মিলবে। চ্যাট ও কলের মাঝে এই স্ট্যাটাস অপশন থাকবে, সেখানে ক্লিক করলে মাই স্ট্যাটাস অপশন আসবে। ব্যবহারকারীরা স্ট্যাটাস অপশনে প্রাইভেসি রাখার সুবিধাও পাবেন।

এই নতুন ফিচার ইতোমধ্যেই ব্যবহার করতে শুরু করেছেন অনেকেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত