স্বাস্থ্যরক্ষায় স্মার্ট বক্ষবন্ধনী!

প্রকাশ : ১২ জুন ২০১৬, ০১:০৪

জাগরণীয়া ডেস্ক

প্রযুক্তি বিশ্বে যখন স্মার্টফোন আর স্মার্ট ওয়াচের জয়জয়কার ঠিক তখনই ‘স্মার্ট ব্রা’ বানিয়ে বসেছে টেক জায়ান্ট মাইক্রোসফ‌্ট। বিশেষ ঐ বক্ষবন্ধনী নারীদের হৃদস্পন্দন পর্যবেক্ষণ আর অতিভক্ষণ রোধ করবে। আর প্রোটোটাইপ ডিভাইসটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে বেশ ইতিবাচক ফলাফলও পেয়েছে মাইক্রোসফ‌্ট।

সম্প্রতি সিএনএন-এর এক প্রতিবেদনে জানা গেছে, ঐ প্রোটোটাইপ স্মার্ট বক্ষবন্ধনীতে রয়েছে বিশেষ সেন্সর যা নারীদের হৃদস্পন্দন পর্যবেক্ষণ করে অতিরিক্ত খাদ্যাভ্যাস কমাতে বিশেষ ভূমিকা পালন করবে। সেন্সরগুলোর মূল কাজই হবে হৃদস্পন্দন পর্যবেক্ষণ করা। আর ব্যবহারকারী বেশি আবেগপ্রবণ হয়ে প্রয়োজনের তুলনায় অধিক খেতে গেলেই স্মার্টফোনে সতর্কবার্তা পাঠিয়ে দেবে। তবে এই পুরো বিষয়টিই নির্ভর করবে ব্যবহারকারীর মানসিক অবস্থার উপর।

এই স্মার্ট ব্রা বানাতে মাইক্রোসফ‌্ট, ইউনিভার্সিটি অফ রচেস্টার এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ সাউদাম্পটনের বিজ্ঞানীরা একসঙ্গে কাজ করেছেন। বক্ষবন্ধনী কেন, এমন প্রশ্নের উত্তরে বিজ্ঞানীরা জানিয়েছেন, তাদের প্রথমেই দরকার ছিল এমন কোনো পরিধেয় বস্তু, যা অনেক সময় পরে থাকলেও বিরক্তি সৃষ্টি না করে বরং আরামদায়ক হবে। ঐ প্রযুক্তি ব্যবহার করে হৃদপিণ্ডের ইলেক্টোকার্ডিয়াম ডেটাও সংগ্রহ করা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

তবে প্রোটোটাইপ ‘স্মার্ট ব্রা’-টি বাণিজ্যিকভাবে উৎপাদনের কোনো লক্ষ্য নেই বলে জানানো হয়েছে মাইক্রোসফটের পক্ষ থেকে। তবে বিষয়টি নিয়ে বিভিন্ন সোশাল মিডিয়ায় অনেক নারীই বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত