প্রস্তুত দেশের প্রথম ন্যানো স্যাটেলাইট (ভিডিও)
প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১৮
আসছে মার্চ মাস থেকেই এটি মহাকাশে পৃথিবীকে প্রদক্ষিণ করবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বানানো ছোট আকারের স্যাটেলাইট (ন্যানো- স্যাটেলাইট) ‘অন্বেষা’। এটি উৎক্ষেপণ করবে জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জেএএক্সএ)।
৮ ফেব্রুয়ারি (বুধবার) জাপানের কিতাকিয়ুশুতে একটি অনুষ্ঠানে এই ন্যানো স্যাটেলাইটটি কিয়ুশু ইউনিভার্সিটি অব টেকনোলজির (কিয়ুটেক) কাছ থেকে গ্রহণ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ সাদ আন্দালিব। কিয়ুটেক জাপানের ৮৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম।
১০ সেন্টিমিটার দৈর্ঘ্যের ঘনাকৃতির স্যাটেলাইটটির ডিজাইন থেকে শুরু করে নির্মাণ পর্যন্ত পুরো কাজটাই করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী। জাপানের কিয়ুটেক গবেষণাগারে এটি তৈরি করেন তারা।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ন্যানো স্যাটেলাইটটি ভূমি থেকে ৪০০ কিলোমিটার উপরে একটি কক্ষপথে ঘুরবে এবং প্রতি ৯০ মিনিটে একবার করে সম্পূর্ণ কক্ষপথে আবর্তন করবে। এটি দৈনিক চার থেকে ছয় বার বাংলাদেশকে অতিক্রম করবে।
ভূপ্রকৃতির উচ্চমানের ছবি পাঠাতে পারবে এই স্যাটেলাইট। মহাকাশের পরিবেশ পর্যবেক্ষণ, দুর্যোগকালীন জরুরি সংকেত, সমুদ্রসীমা এবং কৃষি পরিস্থিতির ছবি পাঠাবে এই ন্যানো স্যাটেলাইট। গাছপালা, নগরায়ন, বন্যা, পানির উৎস, বনায়ন এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ নিয়ে গবেষণায় কাজে লাগবে এটির পাঠানোর তথ্য উপাত্ত।
স্যাটেলাইট হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড.শাহজাহান মাহমুদ, জাপান দূতাবাসের মুখ্যসচিব তুশিওকি নগুচি প্রমুখ।