ট্রাম্পকে পাশে চান জুকারবার্গ পত্নী
প্রকাশ | ১২ নভেম্বর ২০১৬, ১৬:২৯
সামনের শতাব্দীর আগেই বিশ্বের সকল রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে বের করার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান। এই লক্ষ্যে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে সঙ্গে পাবেন বলে আশা করছেন তিনি। খবর সিএনবিসি'র।
বিবিসি জানায়, প্রিসিলা চ্যানকে সদ্য প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে নিজের মতামত জিজ্ঞাসা করা হলে তিনি কিছুটা কৌশলী হয়ে যান।
তিনি বলেন, "আমি মনে করি, এখানে আমাদের মতো সকল মানুষ স্বস্তি পেয়েছে কেননা নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি ট্রাম্প এর ব্যবস্থাপনা নীতিগুলো কোন দিকে যাচ্ছে এবং আমরা কিভাবে এক সঙ্গে কাজ করতে পারি।"
চ্যান জানান, “এখন আমরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি ট্রাম্প কি করবেন তা দেখার জন্য।"
রোগমুক্তির এই লক্ষ্যপূরণে সামনের ১০ বছরে নিজস্ব চ্যান জাকারবার্গ ইনিসিয়েটিভ-এ তিনশ' কোটি মার্কিন ডলার খরচ করবেন প্রিসিলা এবং মার্ক। প্রিসিলা নিউ ইয়র্কে ডিলবুক (মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস পরিচালিত ব্যবসায়িক অবস্থা সম্পর্কিত সম্মেলন) সম্মেলনে এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করবেন বলে জানানো হয়েছে।