এক রকেটে ৮৩টি স্যাটেলাইট !
প্রকাশ | ২৯ অক্টোবর ২০১৬, ১৮:৫৫ | আপডেট: ৩০ অক্টোবর ২০১৬, ০১:৪০
রেকর্ড গড়ার পথে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। একসঙ্গে ৮৩ টি উপগ্রহ মহাকাশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তারা। উপগ্রহের মধ্যে বেশিরভাগই বিদেশি।
সব ঠিক থাকলে আগামী বছর ১৫ই জানুয়ারি ওই ৮৩টি উপগ্রহকে মহাকাশে পাঠানো হবে বলে জানিয়েছেন মার্স ওরবিটার মিশনের প্রোজেক্ট ডিরেক্টর সুভিয়া অরুণন।
মুম্বাইয়ে এক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, ওই ৮২টি উপগ্রহের মধ্যে ৬০টি উপগ্রহ মার্কিন যুক্তরাষ্ট্রের, ২০টি ইয়োরোপের বিভিন্ন দেশের ও ২টি ইংল্যান্ডের। এর আগে পাঠিয়ে রেকর্ড গড়ে। গত ২২ জুন একসঙ্গে ২০টি উপগ্রহ মহাকাশে পাঠায় ইসরো। এবার সেই রেকর্ড ভাঙতে মাঠে নেমে পড়েছে ভারতের এই মহাকাশ গবেষণা সংস্থা। ইসরোর এই ঐতিহাসিক মিশনে ব্যবহার করা হবে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলস এক্সএল। উৎক্ষেপনের ২০-২৫ মিনিটের মধ্যেই ওইসব উপগ্রহ কক্ষপথে স্থাপন করা হবে।