নোট-৭ উৎপাদন বন্ধ রাখছে স্যামসাং
প্রকাশ | ১০ অক্টোবর ২০১৬, ১৩:৪১
অনলাইন ডেস্ক
নোট-৭ উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্যতম টেক জায়ান্ট স্যামসাং।
এদিকে, দ্বিতীয় ধাপে স্যামসাংয়ের পক্ষ থেকে রিপ্লেস করা নোট-৭ দেশে ঢুকতে না দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।
গত আগস্টে বাজারে আসা নোট-৭ এর বিরুদ্ধে ব্যাটারি অতিরিক্ত গরম হওয়াসহ বিস্ফোরণের অভিযোগ আনেন ব্যবহারকারীরা। সমস্যাচিহ্নিত ডিভাইসগুলো রিপ্লেসও করে দেওয়া হয়। কিন্তু ততোদিনে যা ঘটার ঘটে গেছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। বিভিন্ন এয়ারলাইনস ডিভাইসটি বহনে নিষেধাজ্ঞা জারি করে। সবকিছু মিলিয়ে টেক-দুনিয়ায় বেশ সমালোচনার মুখে পড়ে স্যামসাং।
এর পরপরই উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দেয় স্যামসাং।