গোপন কথা ও ব্যক্তিগত কাজ রেকর্ড করছে গুগল
প্রকাশ | ২৬ মে ২০১৬, ০০:২২
প্রযুক্তির এই যুগে ব্যক্তিস্বাধীনতা বলে আক্ষরিক অর্থেই আর কিছু নেই। আপনার গতিবিধিই শুধু নয়, আপনি সারাদিন যা কথা বলছেন, একজন সব শুনছে। রেকর্ডও করছে। সোজা কথায়, আপনার জীবনযাপন, গোপন কথা, ব্যক্তিগত কাজ- সব কিছু সে জেনে ফেলছে প্রতিমুহূর্তে! ভাবছেন এই ‘সে’টা আবার কে? এই সে আর কেউ না, এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল।
খেয়াল করে দেখবেন, আপনি যদি গুগল সার্চে জামা-কাপড় বা ঘড়ি সার্চ করেন, ফেসবুক, টুইটারের মত সোশ্যাল সাইটগুলোতে আপনার নিজের প্রোফাইলে দেখবেন, কিছুক্ষণ পরেই সেই জিনিসের বিজ্ঞাপন। এর কারণ কিন্তু সেই রেকর্ড সিস্টেমই।
জানা গেছে, আপনি কম্পিউটার বা মোবাইলে ব্রাউজারে গিয়ে যা সার্চ করেন, তা সেই মুহূর্তেই রেকর্ড করে নেয় গুগল। একই সঙ্গে গুগল-এ আপনি যা লিখে সার্চ করেন, গুগলও আপনাকে ওই সময় ট্র্যাক করে নেয় এবং আপনার ই-মেইল বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের প্রোফাইলে সেই সম্পর্কিত বিজ্ঞাপন দিতে থাকে।
অবশ্য গুগল বলছে, কারো ব্যক্তিগত নিরাপত্তা নাক গলানোর জন্য নয়, নিজেদের সার্চ ইঞ্জিনকে আরও উন্নত করে মানুষের উপকারের জন্যই এই ব্যবস্থা।