সবচেয়ে নিরাপদ ফোন

প্রকাশ : ২৫ মে ২০১৬, ২০:৫৮

জাগরণীয়া ডেস্ক

ফোন হ্যাক করা কিংবা ফোনের তথ্য হাতিয়ে নেয়ার খবর হরহামেশাই শোনা যায়। এই সমস্যার সমাধানে বাজারে এলো পৃথিবীর সবচে সুরক্ষিত স্মার্টফোন। ফোনটির নাম ‘গ্রানাইটফোন’। এই ফোনটি তৈরি করেছে ফ্রান্সের বিখ্যাত ইলেকট্রোনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘আর্কোস’। প্রতিষ্ঠানটি দাবি করছে এটাই বিশ্বের সবচে সুরক্ষিত ও নিরাপদ ফোন। সাতমাস আগে ওয়াল্ড মোবাইল কংগ্রেসে গ্রানাইটফোনটি প্রথম উপস্থাপন করা হয়। দীর্ঘ প্রতিক্ষার পর ফোনটি বাজারে এলো। 

ফোনটি ইতোমধ্যে আইটি নিরাপত্তা প্লাটফর্ম সিকুর সনদ পেয়েছে। ফোনটির মূল্য ধরা হয়েছে ৮৪৯ ডলার। ফোনটিতে আছে ৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এটিতে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬১৫ প্রসেসর, ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি বিল্টইন মেমোরি স্টোরেজ। 

ফোনটির রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। ফ্রন্টে আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এটির ব্যাটারি ২৭০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের। ফোনটির অপারেটিং হিসেবে আছে গ্রানাইট অপারেটিং সিস্টেম। এটিতে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমও ব্যবহার করা যাবে।  

ফোনটিতে বিভিন্ন ধাপে নিরাপত্তা বলয় রয়েছে। এনক্রিপটেড ক্লাউড স্টোরেজ, এনক্রিপটেড কল, একক্রিপটেড মেসেজসহ সবকিছুই এনক্রিপডেট। ফলে নিরাপত্তা বলয় ভেদ করে তৃতীয় পক্ষ এটির নিয়ন্ত্রণ সহজে নিতে পারবে না। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত