বাজারে আসছে গ্যালাক্সি সিরিজের নতুন ফোন
প্রকাশ | ১৯ আগস্ট ২০১৯, ২২:৩০
অনেক গুঞ্জনের পর অবশেষে বাজারে আনুষ্ঠানিকভাবে এসেছে স্যামসাং গ্যালাক্সি-এ১০এস (Samsung Galaxy A10s)। যদিও মডেলটির দাম এখনো জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে, গ্যালাক্সি-এ১০ (Galaxy A10)এর কাছাকাছি দামেই থাকবে এই মডেলটি।
দক্ষিণ কোরিয়ার এ স্মার্টফোন কোম্পানিটির গ্যালাক্সি-এ সিরিজের এটিই সর্বশেষ সংযোজন। অক্টাকোর চিপসেট আর 2GB RAM এর কালো, নীল, সবুজ আর লাল রঙের ডুয়েল সিমের এই মডেলে রয়েছে (Android Pie) অপারেটিং সিস্টেম। আছে ৬ দশমিক ২ ইঞ্চির ইনফিনিটি ভি ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা। এছাড়া সঙ্গে তো থাকছেই চার হাজার অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি।
চলতি বছরের শুরুতে স্যামসাং তার গ্যালাক্সি-এ১০ (Galaxy A10) বাজারে এনে তাক লাগিয়ে দেয়।