বিশ্ব মা দিবস গুগলের বিশেষ ডুডল

প্রকাশ : ১২ মে ২০১৯, ১৮:৩৭

জাগরণীয়া ডেস্ক

বিশ্ব মা দিবস উপলক্ষে ৬টি ছোট্ট ছোট্ট রঙিন হাঁসছানা আর তাদের মাকে নিয়ে বিশেষ ডুডল প্রকাশ করেছে টেক জায়ান্ট গুগল। 

তিনটি প্লে বাটন দিয়ে এই ডুডলে দেখানো হয়েছে মা-সন্তানের অকৃত্রিম ভালোবাসা। 

প্রথম বাটনটিতে ক্লিক করলে দেখা যায়, কীভাবে পিঠটা উঁচু করতে হবে, কীভাবে পা নাড়াতে হবে এসব শেখাচ্ছে মা। মাকে দেখে ছানাগুলো হাঁটা শিখে যাচ্ছে।

দ্বিতীয় প্লে বাটনে ক্লিক করলে পানিতে ছুটোছুটি করে দুষ্টুমিরত বাচ্চাগুলোতে মা হাঁসটি কিভাবে ধৈর্য নিয়ে তাদের সাঁতার শেখাচ্ছে সে দৃশ্যটি দেখা যায়।

তৃতীয় প্লে বাটনের দৃশ্যে আবারও ফুটে উঠেছে, দুষ্টামি করে মাকে ফেলে ছুটাছুটি করছে ছানারা। এর মধ্যেই বৃষ্টি নামে। দেখা যায়, মা তার ডানা মেলে দেয় আর তার মধ্যেই ছানাগুলো নিরাপদে আশ্রয় নেয়। দেখানো হয়েছে, দিন শেষে মা-ই সন্তানের শেষ আশ্রয়। যে মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ নেই, কোনো শর্ত নেই, নেই কোনো ধৈর্যচ্যুতি।

গুগলের হোম পেজে দেখানো বিশেষ লোগো হচ্ছে এ ডুডল। বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা–ই ডুডল। বিভিন্ন দিবস ও ব্যক্তির স্মরণে গুগল এখন নিয়মিত নানা ডুডল প্রকাশ করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত