মোবাইলের মতো টিভি এনেছে স্যামসাং
প্রকাশ | ৩০ এপ্রিল ২০১৯, ১৭:৫৫
অনলাইন ডেস্ক
স্মার্টফোন জেনারেশনের জন্য মোবাইলের মতো উল্লম্ব বা আড়াআড়ি টিভি বাজারে ছাড়তে যাচ্ছে স্যামসাং। খবর প্রযুক্তি সাইট ভার্জের।
২৯ এপ্রিল (সোমবার) সিউলে সেরিফ এবং ফ্রেইম সিরিজের সঙ্গে সেরো নামে নতুন ৪৩ ইঞ্চি টিভি উন্মোচন করে স্যামসাং।
স্যামসাংয়ের দাবি, কনসেপ্ট এবং বাস্তবের মাঝামাঝি হবে এই পণ্য। নতুন এই টিভিতে রাখা হয়েছে ৪.১-চ্যানেল ৬০ওয়াট স্পিকার। পেছনের রয়েছে প্রচলিত টিভির মতই যন্ত্রাংশ। চাইলেই এই টিভিকে বড় ডিজিটাল ছবির ফ্রেইম হিসেবে ব্যবহার করা যাবে। মে মাসের শেষ দিকে দক্ষিণ কোরিয়ার বাজারে আসবে সেরো। এর বাজার মূল্য বলা হয়েছে প্রায় ১৬০০ মার্কিন ডলার।