নারী দিবসে গুগলে বিশেষ ডুডল
প্রকাশ | ০৮ মার্চ ২০১৯, ১৪:০৩
অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে গুগল তাদের হোম পেজে বিশেষ ডুডল প্রদর্শন করছে। ডুডলে বিভিন্ন ভাষায় নারী শব্দটি তুলে ধরা হয়েছে। এর মধ্যে স্থান পেয়েছে বাংলা ভাষায় লেখা ‘নারী’ শব্দটি। এ ডুডলের থিম হচ্ছে ‘নারীর ক্ষমতায়নে নারী’।
গুগল তাদের ডুডল পেজে আন্তর্জাতিক নারী দিবস ২০১৯–এর শুভেচ্ছা জানিয়ে লিখেছে, আজকের এ ইন্টার্যাক্টিভ ডুডলটি নারীদের নিয়ে নারীদের হাতে তৈরি। এতে বিভিন্ন ভাষায় ১৩ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নারীর প্রেরণামূলক বক্তব্য স্থান পেয়েছে।
গুগল জানিয়েছে, বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশেই আজকের ডুডলটি প্রদর্শিত হচ্ছে।
বিভিন্ন দিবস, ব্যক্তি ও ঘটনার স্মরণে গুগল তাদের হোম পেজে বিশেষ লোগো ফুটিয়ে তোলে, যা ডুডল হিসেবে পরিচিত।