একই নেটওয়ার্কে ম্যাসেঞ্জার-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৯, ২০:২১

জাগরণীয়া ডেস্ক

ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় তিন প্ল্যাটফর্ম ফেসবুক ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম এখন থেকে একই নেটওয়ার্কের আওতায় আসছে।  

ফেসবুক জানিয়েছে, এখনকার মতো ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রাম আলাদা আলাদা অ্যাপ হিসেবেই থাকবে। ব্যবহারকারীরও হবে আলাদা আলাদা। তবে চাইলে এক মাধ্যম ব্যবহার করে অন্য মাধ্যমে বার্তা পাঠানো যাবে। বাড়তি সুবিধা হিসেবে ফেসবুক ব্যবহারকারী যার নিজের হোয়াটসঅ্যাপ নেই, তিনিও অন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে ফেসবুকের মাধ্যমে বার্তা পাঠাতে পারবেন! 

বিশেষজ্ঞরা মনে করছেন,  এ ধরনের সুবিধা যুক্ত হওয়ার পর ফেসবুকের ব্যবসা বৃদ্ধি পাবে। কেননা ভিন্ন তিন প্লাটফর্ম ব্যবহারকারীদের ডাটা একই নেটওয়ার্কে ব্যবহার করার কারণে ব্যবহারকারীর যেমন সময় বাঁচবে তেমনি ফেসবুক খুব সহজে কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে তাদের বিজ্ঞাপন পৌঁছে দিতে পারবে।

বিবিসিকে ফেসবুক জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ কিংবা আগামী বছরের শুরুতে পুরোপুরি একই নেটওয়ার্কে যুক্ত হবে ফেসবুক ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত