বন্ধ করা যাবে চুরি যাওয়া ফোন

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ২২:৪১

অনলাইন ডেস্ক

বৈধ ও অবৈধ সেট যাচাইয়ের পাশাপাশি চুরি বা ছিনতাই হওয়া ফোন বন্ধ করার সুযোগ পাওয়া যাবে-এমনটিই জানিয়েছেন টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ।

বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান জানান, আগামী ২২ জানুয়ারি (মঙ্গলবার) মোবাইল হ্যান্ডসেটের তথ্য নিয়ে একটি ডেটাবেজের উদ্বোধন হতে যাচ্ছে। এই সেবার মাধ্যমে কারও ফোন চুরি বা ছিনতাই হয়ে থাকলে গ্রাহক সেটি বন্ধ বা লক করে দিতে পারবেন। তবে সেক্ষেত্রে হ্যান্ডসেটিটি ওবশ্যই বাংলাদেশে বৈধভাবে আমদানি বা তৈরি করা হয়ে থাকতে হবে। তবে কীভাবে এই সেবা গ্রাহকরা পাবেন, তা উদ্বোধনের পর জানা যাবে।

বৈধভাবে আমদানি করা ও দেশে তৈরি সব মোবাইল হ্যান্ডসেটের ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুপমেন্ট আইডেনটিটি বা আইএমইআই নম্বর নিয়ে এই ডেটাবেজ তৈরি হবে। উল্লেখ্য, একটি বৈধ ফোন সেটের ১৫ ডিজিটের স্বতন্ত্র আইএমইআই নম্বর দেওয়া থাকে। মোবাইল ফোনে *#০৬#  নম্বরে ডায়াল করলে সনাক্তকরণ ঐ নম্বরটি পর্দায় ভেসে ওঠে।