পত্রিকার মতো মোড়ানো এলজি টিভি’র প্রদর্শনী

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৯, ২৩:২৩

জাগরণীয়া ডেস্ক

কাগজে ছাপানো পত্রিকার মতোই মোড়ানো ওলেড টিভির প্রদর্শন করেছে এলজি। খবর প্রযুক্তি সাইট ভার্জ এর।

আগের বছরই এই টিভির প্রোটোটাইপ দেখিয়েছিল এলজি। এবার নতুন বছরে এটি বিক্রি শুরু করবে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ২০১৯ কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস)-এ টিভিটি প্রদর্শিত হয়। 

টিভির পর্দা বের করা বা ভেতরে ঢুকিয়ে রাখতে একটি বাটন প্রেস করাই যথেষ্ট। এতে সময় লাগবে মাত্র ১০ সেকেন্ড। ডিভাইসটির পর্দা যে বাক্সে মুড়িয়ে রাখা হয় এতে যোগ হয়েছে ১০০ ওয়াট ডলবি অ্যাটম স্পিকার। টিভিতে ‘লাইন মোড’ নামে আরেকটি মোড রাখা হয়েছে। এই মোড চালু করলে পর্দার শুধু এক চতুর্থাংশ দেখা যাবে।

প্রশ্ন উঠতে পারে, টিভি মুড়িয়ে রাখার প্রয়োজনীয়তা কী? এর উত্তর-সহজে স্থানান্তর এবং স্টোরেজ। আর নতুন এই টিভিকে বলা হচ্ছে ‘বৈজ্ঞানিক কল্পকাহিনীর ডিভাইস’। তবে এই টিভির এখন জানায়নি প্রতিষ্ঠানটি। তবে আগের বছরের প্রোটোটাইপের দাম নির্ধারণ করা হয়েছিল আট হাজার মার্কিন ডলার। নিঃসন্দেহে এটির দাম বেশিহবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ২০১৯ সালে এলজি’র ফ্ল্যাগশিপ ৪কে ওলেড টিভি হবে ‘সিগনেচার ওলেড টিভি আর’। আগামী মার্চ মাস থেকে বাজারে আনা হতে পারে এই টিভিটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত