গুগল ডুডলে ‘মাটির ময়না’

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৪:২৫

জাগরণীয়া ডেস্ক

একটি হাতে নীল-হলুদ মাটির ময়না ধরা, তার মধ্যে ভেসে উঠেছে গুগল লেখাটি-এমনই একটি বিশেষ ডুডল দেখা যাচ্ছে গুগলের হোমপেজে।

৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ থেকে গুগলে প্রবেশকারীরা এই বিশেষ ডুডলটি দেখতে পাচ্ছেন। খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৬২তম জন্মবার্ষকী উপলক্ষে এভাবেই শ্রদ্ধা জানিয়েছে গুগল।

এ প্রসঙ্গে তারেক মাসুদের স্ত্রী চলচ্চিত্রকার ও প্রযোজক ক্যাথরিন মাসুদ বলেন, ‘গুগল তারেক মাসুদকে এইভাবে শ্রদ্ধা জানাচ্ছে, এটা খুবই সম্মানের একটি বিষয়।’

তিনি আরও বলেন, বাংলাদেশের দূরদর্শী নির্মাতাদের মধ্যে প্রয়াত তারেক মাসুদ একজন। যদি তিনি বাংলাদেশের মানুষদের জন্য চলচ্চিত্র নির্মাণ করেছেন কিন্তু তাঁর সিনেমার বিষয় ছিল আন্তর্জাতিক।

২০০২ সালে নির্মিত ‘মাটির ময়না’তারেক মাসুদের প্রথম ফিচার চলচ্চিত্র। এ চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের সিনেমার জন্য খ্যাতি বয়ে আনে।

গুগল ওয়েবসাইটের হোমপেজে দেয়া গুগলের সাময়িক লোগো হলো গুগল ডুডল। বিভিন্ন দিবস, জনপ্রিয় কাজ কিংবা নানা দেশের মনীষীকে শ্রদ্ধা জানিয়ে এই ডুডল বানানো হয়। এর আগে সত্যজিৎ রায়, আকিরা কুরোসাওয়া, সের্গেই আইজেনস্টাইনের মতো চলচ্চিত্রকারদের ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে গুগল। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত