'বঙ্গবন্ধু স্যাটেলাইট নিখোঁজ' সংবাদটি গুজব

প্রকাশ : ২১ নভেম্বর ২০১৮, ১৩:০৪

জাগরণীয়া ডেস্ক

 

সামজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে ছড়িয়ে পড়া  'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিখোঁজ' সংবাদটি গুজব বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

২১ নভেম্বর (বুধবার) তথ্য মন্ত্রণালয়ের 'গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল' সংবাদ থেকে গুজব হিসেবে চিহ্নিত করেছে। তথ্য অধিদপ্তর জানিয়েছে, সংবাদটি একটি উদ্দেশ্যপ্রণোদিত গুজব।   এতে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। ফ্রান্সের কোম্পানি থ্যালাস এলেনিয়া থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ন্ত্রণের দায়িত্ব বাংলাদেশ বুঝে নিয়েছে এবং সফলভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট এর ফ্রিকোয়েন্সি ব্যবহার করে বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার করছে। 

বেশ কিছুদিন যাবত বঙ্গবন্ধু স্যাটেলাইট হারিয়ে গেছে বা নিখোঁজ হয়েছে- এমন সংবাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত