৮১ হাজার ফেসবুক আইডির বার্তা বিক্রি করবে হ্যাকাররা
প্রকাশ | ০৩ নভেম্বর ২০১৮, ২২:২৫
প্রায় ১২০ মিলিয়ন হ্যাক হওয়া ফেসবুক আইডির মধ্যে প্রায় ৮১ হাজার আইডির ফেসবুক বার্তা বিক্রির উদ্যোগ নিয়েছে হ্যাকাররা। হ্যাক হওয়া এসব আইডির ব্যবহারকারীরা বিভিন্ন সময় অন্য ব্যবহারকারী বা বিজনেস পেজের সাথে এসব বার্তা আদান প্রদান করেছিলেন।
বিবিসি রাশিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, একদল হ্যাকার একটি ইংরেজি ওয়েব সাইটে এসব তথ্য বিক্রির জন্য বিজ্ঞাপন দেন। এফবি সেলার নামের একটি আইডি থেকে ঐ বিজ্ঞাপনে বলা হয়, “আমরা ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিক্রি করি। আমাদের ডাটাবেজে ১২০ মিলিয়ন ব্যবহারকারীর তথ্য আছে”। প্রাথমিকভাবে এসব আইডির ক্ষমতা ফিরে পেতে ব্যবহারকারীদের কাছ থেকে প্রতি অ্যাকাউন্টের জন্য ১০ মার্কিন সেন্ট মূল্য বেঁধে দিয়েছেন।
তবে বিজ্ঞাপনকারীদের দেওয়া তথ্য সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ডিজিটাল শ্যাডো’কে দিয়ে যাচাই বাছাই করিয়েছে বিবিসি। ডিজিটাল শ্যাডো নিশ্চিত করে যে, প্রদর্শিত আইডিগুলোর নমুনা তথ্য সঠিক।
বিশ্বব্যাপী বিগত কয়েক মাসে কয়েক দফায় হ্যাকিং এর শিকার হন ফেসবুক ব্যবহারকারীরা। তবে বিক্রির জন্য উঠা এসব আইডি বেশিরভাগই ইউক্রেন এবং রাশিয়ার ব্যবহারকারীদের। এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল এবং অন্যান্য দেশের ব্যবহারকারীদের আইডিও আছে এতে।
সূত্র: বিবিসি