x

এইমাত্র

  •  বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ ৭৩ লাখ ৭৭ হাজার ৭৮৩ জন
  •  বিশ্বে করোনায় মোট মারা গেছেন ৫ লাখ ৬৩ হাজার ১৩৭ জন
  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৬৮৬ জন, মৃত ৩০ জন
  •  মায়ের কবরেই সমাহিত হলেন সাহারা খাতুন

ফেসবুকের পোস্টারই ফেসবুকের বিরুদ্ধে

প্রকাশ : ১৯ আগস্ট ২০১৮, ১৩:১৪

জাগরণীয়া ডেস্ক

ভুয়া খবর ছড়ানো, ব্যবহারকারীদের তথ্য ফাঁসসহ নানা অভিযোগের প্লাবন ঠেকাতে ইতিবাচক প্রচারণায় হাজার হাজার ডলার ঢালছে ফেসবুক। কিন্তু ইতিবাচক ফেসবুকের এসব প্রচারণার সাথে নতুন বাক্য যুক্ত করে ফেসবুকের বিরুদ্ধেই কাজে লাগানো হচ্ছে। 

‘প্রোটেস্ট পেন্সিল’ নামে অজ্ঞাতনামা স্ট্রিট আর্টিস্ট লন্ডনের রাস্তায় ফেসবুকের লাগানো পোস্টারের বার্তার নিচে বাড়তি বাক্য যোগ করে দিচ্ছে বলে জানা গেছে। যেমন একটি বাস স্টপে লাগানো ফেসবুকের পোস্টারের ফেসবুক লিখেছিলো, “ফেক নিউজ ইজ নট আওয়ার ফ্রেন্ড।” এই লেখাটির নিচে বাড়তি অংশ যোগ করে প্রোটেস্ট পেন্সিল লিখে দিয়েছে,“ এটাই আমাদের আয়ের সবচেয়ে বড় উৎস”!

আরেকটি পোস্টারে ফেসবুক লিখেছিলো, “তথ্যের অপব্যবহারের সঙ্গে আমাদের বন্ধুত্ব নেই।” এই বাক্যের নিচে প্রতিবাদকারীরা লিখে দিয়েছে, “এটাই আমাদের বিজনেস মডেল।”

 ফেসবুকের জন্য দারুণ অস্বস্তিকর এসব বাড়তি বার্তা যোগ করা পোস্টারের ছবি ঘুরে বেড়াচ্ছে টুইটার, ইন্সটাগ্রাম এমনকি খোদ ফেসবুকেই!

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত