ঢাকায় গাড়ি পার্কিংয়ের অ্যাপস ‘পার্কিং কই’

প্রকাশ | ০৩ জুলাই ২০১৮, ১৫:৩৪

অনলাইন ডেস্ক

ঢাকা শহরে গাড়ি নিরাপদ জায়গায় পার্ক করার জন্য জায়গা খুঁজে দেবে প্রযুক্তিভিত্তিক অ্যাপ ‘পার্কিং কই’। জনসংখ্যা যত বাড়ছে এই যানজট ততই তীব্র হচ্ছে। যার ৩০ শতাংশ হচ্ছে অবৈধ পার্কিংয়ের কারণে। ‘পার্কিং কই’এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে। চলতি বছরেই এই অ্যাপ চালু হয়েছে।

‘পার্কিং কই’ প্রধান নির্বাহী রাফাত রহমানের দেয়া তথ্যানুযায়ী, ‘পার্কিং কই’ গাড়ি নিরাপদ জায়গায় পার্ক করার জন্য জায়গা খুঁজে দেবে। এর মাধ্যমে আপনি সহজেই কম খরচে প্রাইভেট পার্কিং রেন্ট নিতে পারেন। 

প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা মোহায়মিনুল ইসলাম বলেন, আমরা অ্যাপটিতে এরই মধ্যে সফলতা পেয়েছি। আমাদের অ্যাপটি এরইমধ্যে ৫ হাজারের বেশি মানুষ ইনস্টল দিয়েছেন। প্রতিদিন অ্যাপটির ব্যবহারকারী এখন ২৫০ থেকে ৩০০ জন।

গুগলের প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করে ইনস্টল দেয়া যাবে। ‘পার্কিং কই’এ ম্যাপের মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত পার্কিং এর জায়গায় যেতে পারবেন গুগলের ডিরেকশন অনুযায়ী।