স্মার্টফোনের কেসই যখন রক্ষা কবচ!

প্রকাশ | ০৩ জুলাই ২০১৮, ১৪:২০

অনলাইন ডেস্ক

স্মার্টফোনের সুরক্ষায় এম এক কেস তৈরি হচ্ছে যা ব্যবহার করলে আপনার স্মার্টফোনটি মাটিতে পড়ে গেলেও বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হবে না। জার্মানির অ্যালেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফিলিপ ফ্র্যানজেল এমন এক কেস তৈরি করেছেন।

স্থানীয় গণমাধ্যমকে ফ্র্যানজেল জানান, এটি এমন এক কনসেপ্ট থেকে তৈরি করা হবে, যেখানে কেসটিতে লাগানো সেন্সরই ফোনটিকে রক্ষা করবে। অ্যাকটিভ ড্যাম্পিং পদ্ধতি ব্যবহারের কারণে নির্দিষ্ট উচ্চতা থেকে ফোন মাটিতে পড়ে যাওয়ার সময় কেইসটির সেন্সর ফোনের পতন আঁচ করতে পারবে ও এর সঙ্গে লাগানো চারটি স্প্রিংয়ের ডাম্পিং প্যাড স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। এতে মাটি ছোঁয়ার আগেই ফোনটি ডাম্পিং প্যাডগুলোর সাহায্যে দাঁড়িয়ে যাবে।

ইতোমধ্যে এই কনসেপ্টটির একটি পেটেন্টেরের জন্য আবেদন করেছেন তিনি। যথেষ্ট পরিমাণে ফান্ড আসলে খুব শীঘ্রই এই কেসটি বাজারে পাওয়া যাবে।