চালু হলো বাইসাইকেল শেয়ারিং সেবা
প্রকাশ | ২০ জুন ২০১৮, ১৩:৪৯
দেশে প্রথমবারের মতো চালু হয়েছে স্মার্টফোনের অ্যাপ ভিত্তিক বাইসাইকেল শেয়ারিং সেবা ‘জোবাইক’। গত ১৯ জুন (মঙ্গলবার) কক্সবাজারে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করা হয়েছে।
কক্সবাজারকে কেনো প্রথমে বেছে নেওয়া হলো এ প্রসঙ্গে জোবাইকের প্রতিষ্ঠাতা মেহেদী রেজা বলেন, যেহেতু পর্যটন নগরী তাই দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণ সহজ করতেই আমাদের এই উদ্যোগ। স্বল্প দূরত্বে পরিবশে বান্ধব বাইসাইকেল সেবা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে এবং সেই সাথে দেশের যোগাযোগ ব্যবস্থার ডিজিটালাইজেশনে জোবাইক ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।
জোবাইকের স্মার্ট এই সাইকেলের সঙ্গে আছে অত্যাধুনিক লক, সোলার প্যানেল, জিপিএস ইত্যাদি। লক খোলার জন্য অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর সাইকেলের সঙ্গে থাকা কিউআর কোড স্ক্যান করে সাইকেলটি ব্যবহার করা যাবে। পরীক্ষামূলক পর্যায়ে কক্সবাজারের কলাতলী, সুগন্ধা এবং লাবণী পয়েন্ট থেকে এই সেবা নেওয়া যাবে। ছেলে-মেয়ে উভয়ের ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়েছে এ বাইসাইকেলগুলো।