পেইজ অ্যাডমিনদের পরিচয় যাচাই করবে ফেসবুক
প্রকাশ | ০৮ এপ্রিল ২০১৮, ১৭:৪৬ | আপডেট: ০৮ এপ্রিল ২০১৮, ১৭:৪৯
এখন থেকে জনপ্রিয় পেইজগুলোর অ্যাডমিনদের পরিচয় শনাক্ত করবে ফেসবুক। ভুয়া অ্যাকাউন্ট এবং পরিচয় গোপন করা ব্যক্তিদের ফেসবুক পেইজ পরিচালনা থেকে বিরত রাখা হবে।
মার্ক জাকারবার্গ জানিয়েছেন, বড় বড় পেইজগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। তাছাড়া রাজনৈতিক প্রচারণার ক্ষেত্রেও কঠোর হবে ফেসবুক। অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের চেয়ে ফেসবুকের মাধ্যমে নির্বাচনী প্রচারণা বেশি হয়। তাই যে বিজ্ঞাপনগুলো নীতিমালা ভঙ্গ করবে তাদের প্রচারণা বন্ধ করা হবে। এতে অনলাইনে মান সম্পন্ন বিজ্ঞাপনের পরিমাণ বেড়ে যাবে।
ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, কোন পেইজগুলোকে বড় পেইজ হিসেবে ধরা হবে তা এখনও নির্ধারণ করেনি। তবে যাচাই বাছাইয়ের ক্ষেত্রে পেইজের ফলোয়ার সংখ্যা অবশ্যই গুরুত্ব পাবে।
এর আগে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ২০১৬ সালের মার্কিন নির্বাচনে বিভিন্ন প্রচারণা চালায় রাশিয়া। এ ঘটনার পরই রাজনৈতিক উদ্দেশে প্রচারিত বিজ্ঞাপনের ব্যাপারে কঠোর হতে শুরু করে ফেসবুক।