২০১৯ এ চাঁদে বসবে মোবাইল টাওয়ার

প্রকাশ : ১১ মার্চ ২০১৮, ২০:২৬

জাগরণীয়া ডেস্ক

চাঁদে মানুষের পদার্পণের ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০১৯ সালে চাঁদে বসবে মোবাইল টাওয়ার। 

ডেইলিমেইল এ প্রকাশিত এক খবর থেকে জানা যায়, জার্মান মোবাইল ফোন অপারেটর কোম্পানি ভোডাফোন এ মোবাইল টাওয়ার বসানোর প্রস্তুতি নিচ্ছে। এ প্রকল্পে টেকনিক্যাল সহায়তা দিবে নোকিয়া ও গাড়ি প্রস্তুতকারক সংস্থা অওডি।

২০১৯ সালে এলন মাস্কের কোম্পানি ‘স্পেস এক্স’-এর ‘ফ্যালকন ৯’ রকেটে করে কেপ ক্যানাভেরাল থেকে চাঁদে পাঠানো হবে এই টাওয়ার। সবকিছু ঠিক থাকলে এই নেটওয়ার্ক ৪জি সুবিধা দিবে। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে চাঁদের সৌন্দর্য এইচডি ফরমেটে দেখা যাবে।

বেসরকারি মহাকাশ প্রতিষ্ঠান স্পেস এক্সের উদ্যোগে এটাই হতে চলেছে বিশ্বের প্রথম বেসরকারি চন্দ্রাভিযান। প্রকল্প পরিচালকরা ধারণা করেছেন, বাণিজ্যিকভাবে চাঁদে যাওয়ার পথে এ প্রকল্প একটি শক্তিশালী মাইলফলক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত