গুগল ডুডলে শীতকালীন অলিম্পিক
প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫৬ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৫
ডুডলের মাধ্যমে শীতকালীন অলিম্পিক-২০১৮ এর আনুষ্ঠানিক যাত্রাকে উদযাপন করছে গুগল। ৯ ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হওয়া শীতকালীন অলিম্পিকের সাথে একগুচ্ছ ডুডলের মাধ্যমে মেতে উঠেছে গুগল।
গুগল শব্দটি গলিত বরফ দ্বারা আচ্ছাদিত আর তার উপর একটি কাল রঙের ছোট্ট দোয়েল, সাদা ব্যাককগ্রাউণ্ডের উপর নীল রঙের গুগলটি ভেসে উঠছে গুগলের ওয়েবপেইজে। প্লে করলে দেখা যাচ্ছে, এক সারি বিভিন্ন প্রাণি বরফের উপর নানা গেইম খেলছে। কোথাও বরফের স্লেজিং করছে পেঙ্গুইন, কখনো বা বরফের উপর স্কি জাম্পিং করছে কুকুর।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার পিয়ংইয়ং এ ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া শীতকালীন অলিম্পিক-২০১৮ তে এবার ৯২ টি দেশের ২০০০ এরও বেশি প্রতিযোগি অংশগ্রহণ করছে। থাকছে ১০০ এরও বেশি ইভেন্ট। প্রথমবারের মত এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, কসভো, ইকুয়েডর, ইরিত্রিয়া এবং নাইজেরিয়া। আগামি ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ গেমস চলবে।