‘স্ক্যাম অ্যালার্ট’ দেবে হোয়াটসঅ্যাপ
প্রকাশ | ৩০ জানুয়ারি ২০১৮, ০১:২৩
ভুয়া সংবাদ বা প্রতারণামূলক বার্তা থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে সন্দেহজনক বার্তা বিনিময়ের সময় ‘স্ক্যাম অ্যালার্ট’ দেবে হোয়াটসঅ্যাপ। একসঙ্গে অনেক বেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বার্তা পাঠালে বা বেশিবার শেয়ার করলেই সেসব বার্তা প্রদর্শনের সময় ‘ফরওয়ার্ডেড মেনি টাইমস’ সতর্কীকরণ বার্তা দেখাবে অ্যাপটি। ফলে ব্যবহারকারীরা বার্তাটি পড়া থেকে বিরত থাকবে।
একসঙ্গে একাধিক ব্যক্তির কাছে ভুয়া ও গুজব ছড়িয়ে দিতে বিভিন্ন তথ্য এবং সংবাদ বারবার ফরোয়ার্ড বা শেয়ার করে থাকে সাইবার অপরাধীরা। বিষয়টি জানতে পেরেই এ উদ্যোগ। এরই মধ্যে ফিচারটির কার্যকারিতা পরীক্ষাও শুরু করেছে বার্তা বিনিময়ের অ্যাপটি। তবে কবে নাগাদ ফিচারটি চালু হবে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
সূত্র: মেইল অনলাইন