ভিডিওর শব্দ স্থায়ীভাবে বন্ধ করবে ক্রোম
প্রকাশ | ৩০ জানুয়ারি ২০১৮, ০১:১৯
অনলাইন ডেস্ক
ওয়েবসাইটে প্রবেশের পর স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়া সব ভিডিওর শব্দ স্থায়ীভাবে বন্ধ করবে ক্রোম ব্রাউজার। ফলে বিভিন্ন ওয়েবসাইট চালুর পর অপ্রয়োজনীয় বিজ্ঞাপন বা ভিডিওগুলো দেখা গেলেও শব্দ হবে না। এ জন্য ব্রাউজারটির নতুন সংস্করণও উন্মুক্ত করেছে গুগল। এত দিন ‘মিউট ট্যাব’ ফিচার কাজে লাগিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত ভিডিওগুলোর শব্দ বন্ধ করা যেত।
উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেমে চলা যেকোনো ডিভাইসে ফিচারটি ব্যবহারের সুযোগ মিলবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া