চীনে আবারো গুগলের অফিস
প্রকাশ | ১৮ জানুয়ারি ২০১৮, ০০:২২
অনলাইন ডেস্ক
চীনে বন্ধ রয়েছে গুগল সার্চ সেবা। তবুও চীনেই আবার তারা তাদের দ্বিতীয় অফিস চালু করতে যাচ্ছে।
এ সম্পর্কে গুগলের একজন মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ চীনের শেনজেন শহরে চালু হতে যাচ্ছে গুগলের দ্বিতীয় অফিস। এর আগেও চীনে একটি অফিস খোলে গুগল। সেখানে কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা হলেও নতুন অফিসে মূলত কোন বিষয়ে কাজ করা হবে তা এখনো সুস্পষ্ট হয়নি বলে জানান গুগলের ঐ কর্মকর্তা ।
সার্চ সেবা বন্ধ থাকলেও মূলত আন্তর্জাতিক সেবা দেয়ার জন্যই দেশটিতে গুগলের প্রচুর কর্মী রয়েছে।