স্টিয়ারিং ছাড়াই চলবে গাড়ি

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০১৮, ১৬:৫৫

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস স্টিয়ারিং ছাড়াই গাড়ি বাজারে আনার ঘোষণা দিয়েছে। খবর ফিনান্সিয়েল টাইমস এর।

জেনারেল মোটরসের প্রেসিডেন্ট ড্যান আম্মান এর বরাত দিয়ে ফিনান্সিয়েল টাইমস জানায়, স্বয়ংক্রিয় গাড়ি তৈরির ঘোষণাটি নিয়ে আমরা খুবই উত্তেজিত। তিনি আরো বলেন, ৪র্থ জেনারেশনই শেষ জেনারেশন নয়। 

২০১৯ সালের মধ্যে সবার জন্য এ গাড়ি বাজারে আসবে। তবে এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন গাড়ি প্রযুক্তিবিদরা।

এদিকে স্বয়ংক্রিয় এ গাড়ির ঘোষণা মেজর মাইলস্টোন হিসেবে দেখছেন জেনারেল মটরসের প্রধান নির্বাহী কাইল ভগট।