যে কারণে ফোনে থাকা ব্যাকআপ ডিলিট করে গুগল
প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৮
অনলাইন ডেস্ক
ফোন হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আগে সবকিছুই হারিয়ে যেতো। কিন্তু গুগল ব্যাকআপ সুবিধা চালু করায় এখন অনেক কিছু ফিরে পাওয়া যায়। তবে যারা ঘন ঘন ফোন বদলান বা যাদের ফোন বেশি হারিয়ে যায় তাদের জন্য এবার দুঃসংবাদ দিচ্ছে গুগল।
আপনার ফোনের ব্যাকআপ যেকোনও সময়ে মুছে দিতে পারে গুগল! আপনার ফোনটি যদি একটানা ২ মাস অচল হয়ে পড়ে থাকে, তাহলে আপনার ফোনে থাকা সমস্ত ব্যাকআপ ডিলিট করে দেবে গুগল। এমনকি আপনাকে আগে থেকে জানাবেও না। ফোনে থাকা যেকোনও দরকারি তথ্য, যেমন, কনট্যাক্টস, ছবি, মেসেজ, ভিডিও এসব কিছুই ফেরত পাবেন না।
তাই কোনও ফোনে ব্যাকআপ রাখলে মাঝেমাঝেই ফোনটিকে চালু করুন। ব্যবহার করুন। কিংবা ক্লাউডে ব্যাকআপ রাখুন।