উন্মোচিত হল আইফোন ৮ ও ১০
প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১৫ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২৯
অ্যাপলের আইফোনের নতুন ৩টি মডেল- আইফোন ৮, আইফোন ৮ প্লাস এবং আইফোন ১০ উম্মোচিত হল।
বাংলাদেশ সময় ১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ১১টায় স্টিভ জবস থিয়েটার হলে এই নতুন মডেলের আইফোন উন্মোচন করা হয়।
আইফোন ৮ এবং আইফোন ৮ প্লাস নতুন তেমন কোন চমক না দিলেও আইফোন ১০ ছিল খুবই চমকপ্রদ। বেজেল লেস ডিসপ্লের পাশাপাশি ফেসিয়াল আনলক, ইনফ্রারেড ক্যামেরা, ওলেড ডিসপ্লে, রিয়াল টাইম অ্যানিমেটেড ইমোজি এবং মেটাল ও গ্লাসের সমন্বয়ে তৈরি ফোনটি সত্যি দৃষ্টিনন্দন ও চমকপ্রদ।
আইফোন ৮ এবং আইফোন ১০ ব্যবহার করা হয়েছে অ্যাপলের এ১১ বায়োনিক চিপসেট যা আইফোন ৭ এর এ১০ এর চেয়ে ৭০% বেশি দ্রুতগতি সম্পন্ন। শুধু তাই নয় বায়োনিক চিপটিতে থাকছে স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তা যা ফেসিয়াল আনলক এবং ক্যামেরার বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। আইফোন ১০ এর ডিসপ্লের আকার ৫.৮ ইঞ্চি এবং ৮ ও ৮ প্লাসের যথাক্রমে ৪.৭ ও ৫.৫ ইঞ্চি। আইফোন ১০ এর সুপার রেটিনা ডিসপ্লেটির রেজুলেশন ২৪৩৬x১১২৫ এবং ৮ ও ৮ প্লাস এর যথাক্রমে ১৩৩৪x৭৫০ ও ১৯২০x১০৮০ যাতে থাকছে ট্রু কালার টেকনোলোজি।
এছাড়াও থাকছে অধিক ব্যাটারি ব্যাকআপের নিশ্চয়তা, ব্লুটুথ ভার্সন ৫, তারবিহীন চার্জ দেওয়ার ব্যবস্থা। আইফোন ৮ এর দাম শুরু ৬৯৯ ডলার (৬৪ জিবি ভার্সন) থেকে এবং ৮ প্লাস ও ১০ এর যথাক্রমে ৭৯৯ ডলার (৬৪ জিবি ভার্সন) ও ৯৯৯ ডলার (৬৪ জিবি ভার্সন)।