মিতুকে আরেকবার খুন করবেন না
প্রকাশ | ২৮ জুন ২০১৬, ০০:৫৪
এসপি বাবুল আক্তারের মৃত স্ত্রী মিতু প্রসঙ্গে কিছু কথা। দুদিন আগে কয়েকটি অনলাইন পত্রিকার নোংরামী এবং ক্লিক ব্যবসার কারনে, অনেকেই মিতুকে পরকীয়ায় জড়িত এবং বাবুল আক্তারকে প্রতিশোধ পরায়ণ খুনী স্বামী ভাবতেই স্বাচ্ছন্দ্যবোধ করতে শুরু করছিলেন। আমরা পত্রিকার পক্ষে এবং বিপক্ষে সামাজিক মিডিয়ায় আলোচনা শুরু করলাম। এভাবেই কিছু অনলাইন পত্রিকার ব্যবসাকে তুঙ্গে তুলে দেই আমরা।
এমনটা ঠিক মৃত সাংবাদিক দম্পতি সাগরভাই-রুনীআপার বেলাও করতে দেখেছি পত্রিকাগুলোকে। এমনকি সরকারি মন্ত্রীবর্গ ও প্রশাসন নিজেদের ব্যর্থতা ঢাকতে একই ধোয়া তোলার চেষ্টা করেছিলো। কিন্তু আমরা যারা রুনী আপাকে চিনতাম তারা জানতাম- মেহেরুন রুনী কি পাগলের মতো ভালবাসতো সাগর ভাইকে। নিজের ক্যারিয়ার ফেলে সাগর ভাইয়ের সংগে সংসার করতে জার্মানি পর্যন্ত চলে আসেন। আমরা প্রথমেই এসব ষড়যন্ত্রমূলক অপবাদকে নাকচ করে দিই। প্রশাসন জবাব দিতে না পেরে এমনও বলেছিল- তারা নিজেরা নিজেদের খুন করেছে। কত হাস্যকর আর নোংরা কথা সাগর-রুনীর পরিবারকে শুনতে হয়েছে তার ইয়াত্তা নেই। সাগর-রুনীর ক্ষেত্রে আমরা আজ পর্যন্ত শুধু কথাই শুনে গেছি, বিচার পায়নি মেঘ বা তার পরিবার। খুনীরা ধরা-ছোয়ার বাইরে।
এক্ষেত্রে মৃত মিতুকে আমার সৌভাগ্যবান মনে হয়, কারন স্বামী পুলিশ অফিসার হওয়ায় তার খুনীরা তো ধরা পড়লো। বিচারও পাবে তার পরিবার এ কামনাই করি। এ কারনে ব্যাক্তিগতভাবে আমার মনে হয় অনলাইন পত্রিকাওয়ালারা যখন এ নোংরামীগুলো করে, সেক্ষেত্রে নিজের উর্বর মস্তিষ্ককে কাজে লাগানো হবে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত, হুট করে আবেগের বশে মন্তব্য করাটা হবে বোকামীর কাজ।
আরো একটা কথা বলতে চাই আমি। বাবুল আক্তারকে অনেকে আছেন যারা খুনী ভাবতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন তারা একই সংগে মিতুকে পরকীয়ায় জড়িত ছিল ভেবেছেন। আমরা যারা প্রতিবাদ করছি ব্যাপারটা নিয়ে তাদেরকে প্রশ্ন করছেন, পরকীয়া কি মানুষের হতে পারেনা? অবশ্যই পারে। তা বলে পরকীয়া হলে তাকে কি শুধু স্বামীরা বা স্ত্রীরা খুনই করেন? অনেক পরিবার চিনি আমি যারা স্ত্রী বা স্বামীকে ক্ষমা করে দেন কিংবা ডিভোর্স করে নেন।
যাই হোক, মৃত একটা মেয়ে, যাকে কোনদিন দেখিনি শুনিনি তাকে কেন পরকীয়ার অপবাদ দেব? তাই আর কার কি মনে হয় জানি না, আমি বিনীতভাবে অনুরোধ করছি, মৃত মিতুকে না জেনে শুনে অপবাদ দিয়ে আরেকবার খুন করবেন না। তাকে শান্তিতে ঘুমুতে দিন। আর নিজের ও দেশের নিরাপত্তার কথা ভেবে মিতু হত্যার বিচারের দাবীতে কথা বলুন।
ফারজানা কবির খান’র ফেসবুক থেকে