রঙ দিয়ে বড়জোর হোলিখেলা হয়, প্রেম নয়!

প্রকাশ | ২৪ জুন ২০১৬, ১৪:৪৪

যে মেয়েটি পেন্সিল হাইহীল পরে আপনার সামনে দাঁড়াচ্ছে শুধু আপনার ভালো লাগবে বলে, সেই মেয়েটির মেরুদণ্ডের ওপরেও চাপ পড়ে। পিঠের ব্যথায় তারও চোখ দিয়ে পানি চলে আসে। শুধু হাইহীল পরে আপনার সামনে দাঁড়ায় আপনি খুশি হবেন বলে। যে মেয়েটির ফুলের রেণুতে অ্যালার্জি আছে, সেও নিঃশ্বাস বন্ধ করে লাজুক মুখে আপনার হাত থেকে ফুলের তোড়া নেয়, আপনি এনেছেন বলে। আইলাইনার, মাশকারায় যার চোখ চুলকে ছাই হয়ে যায়, সেও চোখের কিনারে আইলাইনার টেনে, চোখের পাতায় ভারী মাশকারা দিয়ে আসে আপনি ওরকমটা পছন্দ করেন বলে!

না জনাব, আপনি আটা-ময়দা-সুজিওয়ালা মুখ পছন্দ করেন না এই কথাটি বলবেন না। আপনি চান প্রেমিকাটি ফর্সা হোক, টানা টানা চোখ হোক, গোলাপি ঠোঁট হোক। বাঙালি মেয়ে ওরকম সাদা রঙ, টানা চোখ, গোলাপি ঠোঁট পাবে কোথায়? বাঙালীর আসল রঙ তো শ্যামলা। আসল কথা- বাঙালি মেয়ের বিলেতি বিশেষণ ছাড়া আপনার চলবে না। কাজেই তাকেও সাদা হতে, চোখ চিত্রা হরিণের মতন করতে, ঠোঁট বিলেতি মেমের মতন গোলাপি করতে রঙ মাখতেই হবে। তাইনা? 

পুতুলের মতন ফর্সা চেহারার গোলাপি ঠোঁটের টানা চোখের সেক্সি বউ বা প্রেমিকা ছাড়া আপনার চলবেনা। আবার আটা-ময়দা মানে মেকআপ করাও আপনার পছন্দ নয়, তাহলে আপনার পছন্দটি কি জনাব? আমার মনে হয়- আপনার নিজের পছন্দেরই ঠিক নেই। আপনি স্বদেশী মেয়ের বিদেশী মোড়ক চান, কিন্তু সেটা স্বীকার করতেও আপনার বাধে। আপনি আপনার বাঁধনে বাঁধা থাকুন তাহলে, কিন্তু ভুলেও প্রেমের নামটি মুখে নেবেন না।

মেয়ে, তুমি এমন রঙবাজদের ভালোলাগাকে প্রেম বলে ভুল কোরোনা। মনে রেখো- রঙ দিয়ে বড়জোর হোলিখেলা হয়, প্রেম নয়। যে তোমার প্রেমে পড়বে, সে তোমার এসিডে পোড়া মুখটিতেও গভীর আবেগে চুমু খাবে! সেটি পুড়ে যাওয়া মুখ বলে নয়, সেটি তোমার মুখ বলে। তুমিই মুখ্য, তোমার মুখটি নয়। রঙ দেখে যে প্রেমিকের প্রেমের রঙ বদলে যায় সে বহুরঙা গিরগিটি, প্রেমিক নয়। এবার বরং মুখের তার ওপর বলে দাও- রঙ নিয়ে রঙ্গ করার মতন লোকের সঙ্গ তোমার দরকার নেই!

জান্নাতুন নাঈম প্রীতি’র ফেসবুক থেকে