নারী তেঁতুল নয়
প্রকাশ | ১০ মে ২০১৭, ০২:৩১
একটা মেয়ে স্লিভলেস পরেছে- তার মানে এই না যে আপনি চাইলেই তার বাহু স্পর্শ করতে পারবেন।
একটা মেয়ে মিনি স্কার্ট পরেছে মানে এই না যে আপনি চাইলেই তার পা ধরে টান দিতে পারবেন।
একটা মেয়ে যদি নগ্ন হয়েও রাস্তায় দাঁড়িয়ে থাকে তারপরও কারো অধিকার নেই তাকে স্পর্শ করার বা তার সাথে জোরপূর্বক কোন সম্পর্ক স্থাপন করার।
যদি কেউ সেটা করে তবে তা অন্যায়।
শ্লীলতা অশ্লীলতার প্রশ্ন এইখানে অবাঞ্ছিত। আপনার কাছে যা শ্লীল অন্যের কাছে তা অশ্লীল মনে হতেই পারে! তাই বলে নিশ্চয়ই তার উপর হামলে পড়াটা যৌক্তিক হয়ে যায় না!
প্রতিদিন অনেক পুরুষ স্যান্ডো গেঞ্জি পরে রাস্তায় ঘুরে বেড়ায়, হাফ প্যান্ট পরে বাজারে যায়, জনসম্মুখে লুঙ্গির গিট খুলে ফেলে আবার সেটা বাঁধে- তাই বলে নারীরা বা মেয়েরা নিশ্চয়ই তাদের উপর হামলে পড়ে না! কারণ এতে হামলে পড়ার কিছু নেই।
কে কি পরবে বা পরবে না- সেটা একান্তই ব্যক্তি স্বাধীনতা।
নারীকে ভোগ্য পণ্য মনে করবেন না। পুরুষের যতটা অধিকার, নারীরও ঠিক ততটাই।
নারী কোন খাদ্যদ্রব্য নয়। নারী তেঁতুল নয়- যা দেখে আপনার জিভে জল আসবে। আর তাও যদি আসে তবে তা নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করুন। নইলে সেদিন বেশি দূরে নয় যেদিন নিজের নিরাপত্তা দেবার জন্য নারীরা নিজেই ব্যবস্থা গ্রহণ করবে, আর প্রয়োজন হলে কারো কারো জিহ্বা বা লিঙ্গ তাদের হাতেই ধরিয়ে দিয়ে আসবে।
এবার হবে প্রতিরোধ।
লেখক: চিকিৎসক