এই ডাবল স্ট্যান্ডার্ড আর কত দিন?
প্রকাশ | ১৭ জুন ২০১৬, ১৮:০৬ | আপডেট: ১৭ জুন ২০১৬, ১৮:১৪
সেদিন সিএনজি তে করে বাসায় আসছিলাম। বাতাস ছিল খুব। বাতাসের দাপটে আমার চুল, ওড়না ব্যাগ সব উড়েই যাচ্ছিল প্রায়। আমি এক হাতে আমার চুল সামাচ্ছিলাম তো আরেক হাতে ওড়না, ওদিকে ব্যাগ টা পড়ে যাচ্ছিল তো আরেকদিকে জামাটা উড়ে যাচ্ছিল! সব মিলিয়ে আমি নিরাপদ থাকতে যখন হিমশিম খাচ্ছিলাম তখনই চোখ পড়লো আমার পুরুষ সহযাত্রীদের দিকে। তারা দিব্যি হাতের উপর হাত রেখে হাওয়া খাচ্ছেন। তাদের কিছু সামলানোর নেই। কি সহজ তাদের পোশাক পরিচ্ছদ! উড়ে যাওয়ার ভয় নেই, আটকে যাওয়ার পথ নেই সাথে সব সময় একটা ব্যাগ নিয়েও ঘুরতে হচ্ছে না।
তখনই মাথায় আসলো বঙ্গদেশের নারীদের যে পোশাকের ধরন সেটা সামলে নিরাপদে বাড়ি ফিরতে তাদের অন্তত তিন চার টা হাতের দরকার ছিল!
প্রিয় পুরুষ, আপনারা তো অনায়াসেই ধুতি, পাঞ্জাবী আর লুঙ্গিটা ছেড়ে সুবিধা পেতে পাশ্চাত্যের পোশাক ধরলেন আর সংস্কৃতি রক্ষার দায়টা কি আমাদের নারীদের উপরেই ছেড়ে দিলেন? মেয়েরা শাড়ী, কামিজ ছেড়ে যদি কাজের সুবিধার জন্য অন্য পোশাক পরেন তখন সংস্কৃতি, ঐতিহ্য গেল বলে তো মুখে ফেনা তুলে ফেলেন। আর নিজেরা যে তা পরে আনন্দে ঘুরে বেড়াচ্ছেন তার বেলায় কি? এই ডাবল স্ট্যান্ডার্ড আর কত দিন??
নিয়তি'র ফেসবুক থেকে