আমি নাকি নারী না, পুরুষের মতো!

প্রকাশ : ১৩ মে ২০১৬, ১৮:০১

নতুন এক বন্ধু হয়েছে আমার, ইরাকি। অনেক হ্যান্ডস্যাম আর মজার, যতক্ষন সামনে থাকে আমার মুখ থেকে হাসি সরতে দেয়না।

ওই বন্ধুটির মতে, আমি নাকি নারী না, পুরুষের মতো! যখন সে আমাকে এই কথাটা বলেছে তখন আমি ছুটির দিনে এখানকার এক বৃদ্ধার বাগান তৈরিতে হেল্প করছিলাম। সে দেখেছে, গ্রাসকাটার দিয়ে শক্ত হাতে বাগানের ঘাস কাটছি। এছাড়া দেখেছি বাস্কেটবল খেলতে, ছেলেদের সাথে ফুটবল খেলতে। এবং একদা মজা করতে করতে বন্ধুটির হাতে একটা ঘুষি দিয়েছিলাম সজোরে! 

এই প্রথম না যে, আমি এই ধরনের মন্তব্য শুনলাম। এর আগেও শুনতে হয়েছে, ‘ব্যাটা না মাইয়া?’

মেয়েরা একটু শক্তি প্রদর্শন করলে করলে শুনতে হয় ‘মাদী না মর্দা?’

বন্ধুটিকে বললাম, তোমার আর আমার মাঝেই শুধু লিংগ পার্থক্য আছে, তুমি আমি যেসব কাজ করি তার কোনোটারই লিংগ পার্থক্য নেই! যে কাজে যার আগ্রহ তার সেটাই করা উচিত!

অনেক পুরুষ আছে যারা দারুন রান্না করে, করতে ভালোবাসে। কিন্তু করতে পারে নানা বাবা লজ্জা পায় পাছে লোকে বলে ‘মাইয়ালোকের কাজ’।

সুইডেনে এসে প্রথম বিস্মিত হয়েছিলাম এক নামকরা সাংবাদিকের বাসায় যেয়ে। সে রান্না করেছিল আর আমি তার বউ আর ছেলেমেয়েদের সাথে গল্প করেছিলাম, বউটা ভালো রান্না পারে না, স্বামীটা রান্নাঘরের কাজ ভালোবাসে।

এখানকার স্কুলগুলোতে সব ধরনের স্পোর্টস টিমে ছেলে মেয়েরা একসাথে খেলে। ইস্তাম্বুল এয়ারপোর্টে কয়েকটা মেয়ের কাধে যে ব্যাকপ্যাক দেখেছিলাম তা তোলা বাংগালী বহু পুরুষের জন্যই কষ্টকর হবে!

শামীমা মিতু’র ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত