রসিকতা ও টিজিং এর পার্থক্য শিখুন
প্রকাশ | ০২ জানুয়ারি ২০১৭, ২৩:৩৫
১। নারীর সম্মান তার যোনিতে নয়। তাই তাকে নিয়ে কেউ রসিকতা করলেই তার সম্মান চলে যায় না। ঠিক যেমন ভাবে কোনো পুরুষকে তার যৌনাঙ্গ নিয়ে রসিকতা করলে তার সম্মান চলে যায় না।
রসিকতা আপনি করতেই পারেন তবে রসিকতা আসলেই রসিকতা কিনা নির্ভর করে তার পরিমান অবস্থান সম্পর্ক এবং পরিবেশের উপর। আপনি বন্ধু মহলে যে রসিকতা করেন সেটা কর্মক্ষেত্রে করতে পারেন না, পরিবারের সামনে করতে পারেন না, সিম্পল রেগুলার সম্পর্ক আছে যাদের সাথে তাদের সামনে করতে পারেন না। যদি আপনি করেন তবে আপনি অতি অবশ্যই একজন অসভ্য মানুষ।
২। সাজু খাদেম যে রসিকতা যেসব মেয়েদের সাথে করেছে তাতে তাদের সম্মান নষ্ট হয় নি। তবে তাদের আকারে ইঙ্গিতে টিজ করা হয়েছে। রসিকতা হয় নি, কারন সেখানে উপস্থিত কারোরই চেহারা দেখে মনে হয় নি তারা সেটা রসিকতা মনে করেছে। বরং খুব অসস্তিকর অবস্থায় পড়েছে বলেই মনে হলো। সুতরাং যে রসিকতা অন্যকে অসস্তিতে ফেলে সেটা অপমান টিজিং অসভ্যতা।
৩। রসিকতা আর টিজিং এর মধ্যে পার্থক্য শিখুন। তারপর সাজু খাদেমের পক্ষ নিন। নতুবা ইভ টিজিং কারীর পক্ষেও হয়ত সাফাই গাইবেন অদূর ভবিষ্যতে।
ফারজানা নীলা'র ফেসবুক থেকে