সব কিছুতে সম্মান যায় মেয়ের
প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০১৬, ২৩:০৪ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৬, ১৯:২৮
পৃথিবীর সবচেয়ে সস্তা জিনিস কি?
এক কথায় উত্তর- মেয়েদের সম্মান!
কোন মেয়েকে কেউ উত্যক্ত করলে, সমাজ বলে চেপে যাও- নইলে সম্মান যাবে। কোন মেয়েকে কেউ যৌন নির্যাতন করলে, সমাজ বলে চেপে যাও- মান সম্মান যাবে। কোন সেক্স টেপ বের হলে- সমাজ বলে মেয়েটা নষ্ট হয়ে গেছে। কোন মেয়ে বিয়ের আগে গর্ভবতী হলে- সমাজ বলে মেয়েটা পতিতা। কোন মেয়ে স্বামীর সাথে মানিয়ে চলতে না পারলেও সেই একই বুলি- মানিয়ে নাও,নইলে সম্মান যাবে। অর্থাৎ পৃথিবীর যাবতীয় সব কিছুতে সম্মান যায় মেয়ের।
আর অন্য দিকে থাকা পুরুষ মানুষটি? না, পুরুষের তো একটু আলুর দোষ থাকতেই পারে, তাই না? পুরুষ মানুষ তো একটু পলিগামি হতেই পারে, তাই না? পুরুষ মানুষ তো একটু রগ চটা হতেই পারে,তাই না?
অনেক প্রগতিশীল মানুষ আছেন - যারা কোন ধর্ষণের খবরে প্রতিবাদের ঝড় তোলেন, আবার কোন সেক্স টেপ বের হলে- মেয়েদের চরিত্র এত খারাপ বলে সস্তা জনপ্রিয়তা বাড়ান। শুনে মনে হয় তাকে জন্ম দেয়ার জন্য তার মা একাই যথেষ্ট ছিল।
তো সমাজের এই সস্তা জিনিস রক্ষার জন্য নারীদের কি করতে হবে?
সব অত্যাচার, সব নির্যাতন, নিপীড়ন মুখ বুজে সহ্য করতে হবে?
নাকি এই প্রাচীনপন্থী মনোভাবের উপর এক দলা থু থু ফেলে গলা ফাটিয়ে বলতে হবে- সম্মান রক্ষার নামে কোন আপোষ আমি মানবো না।
আমাকে কলংকিত করো, আমাকে আঘাত করো কিংবা আমাকে হত্যা করো- আমি আর মুখ বুজে সহ্য করবো না।
এখনই সময় পাল্টা আঘাতের।
গাজী জয়িতা মাহিদ'র ফেসবুক থেকে