আন্তর্জাতিক গণমাধ্যমে বনানী অগ্নিকাণ্ড

প্রকাশ | ২৮ মার্চ ২০১৯, ১৮:১২

অনলাইন ডেস্ক

রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। রাজধানী ঢাকার সুউচ্চ ভবনের আগুন থেকে বাঁচতে অনেকেই লাফ দিচ্ছেন বলে বলা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে।

বিবিসি জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন।

রয়টার্সের খবরে বলা হয়, ভবনের ভেতর আটকা পরা অনেকেই জানালা দিয়ে হাত নেড়ে বাঁচার আকুতি জানাচ্ছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিউইয়র্ক টাইমসে বলা হয়, আগুনে পুড়তে থাকা ভবন থেকে লাফিয়ে পড়ছেন অনেকে।

যুক্তরাজ্যের ইন্ডিপেন্ডেন্ট নিউজ জানিয়েছে আগুন থেকে বাঁচতে অনেকেই লাফ দিচ্ছেন ১৯ তলা ভবনটি থেকে।

উল্লেখ্য, রাজধানীর বনানীতে এফআর টাওয়ার নামে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ২৮ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১টার দিকে ভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এই ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত এবং ২৮ জন আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে একজন শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন।