আমি লাকি না, সে তার দায়িত্ব পালন করে

প্রকাশ : ০৮ মার্চ ২০১৯, ১৭:৩৩

সামান্থা হোসেন

বাহ্ তুমি কতো লাকি! তোমার হাসব্যান্ড তোমাকে বাসার কাজে হেল্প করে, তোমার জন্য চা নাস্তা বানায়! 
- না আমি লাকি না। সে তার দায়িত্ব পালন করে, সংসার দুই জনের, দায়িত্বও দুই জনের। 

হাউ লাকি ইউ আর মাই ডিয়ার, তোমাকে জব করতে দেয়! 
- না আমি লাকি না। কারণ আমিও তাকে জব করতে দেই। আর জব না করলেও বাসায় যে শ্রম দেই তা জব থেকে কম না।

এত্ত এত্ত শপিং! হাউ লাকি ওয়াইফ ইউ আর! 
- না আমি লাকি না। আমি শুধু আমাকে না, তাকেও রিপ্রেজেন্ট করি। যেমন সেও আমাকে করে। আর শপিং আমার একার জন্য না, তার জন্যও করা হয়।  

আল্লাহ, বাচ্চার জন্য তোমার হাসব্যান্ড রাত জাগে? কতো লাকি ভাই তুমি! 
- না আমি লাকি না। কারণ আমি সারাটা দিন বাচ্চার পিছনে কাটাই কিন্তু এটা নিয়ে কখনো কমপ্লেইন করি না। সেও তার দায়িত্ব পালন করে। বাচ্চা একা আমার না তারও।

ইশ, কতো লাকি তুমি! তোমাকে নিয়ে ঘুরতে যায়!
- না আমি লাকি না। সে আমাকে নিয়ে যায় না, আমরা দুই জনই ঘুরতে যাই।

তোমার বার্থডে, এনিভার্সারি সব মনে রেখে উইশ করে, গিফট্ দেয়। কি লাকি তুমি সত্যি!
- না আমি লাকি না। কারণ আমিও তাকে উইশ করি গিফট্ দেই। আবার এর ব্যতিক্রম দুই জনেরই হতে পারে।

হাসব্যান্ড কিছু করলে লাকি না। ভাবতে হবে সে একজন দায়িত্ববান মানুষ। সংসার একার হয় না। কোন কাজও কারো একার জন্য নির্দিষ্ট না। কিন্তু এটাও ঠিক অনেকেই বোঝে না দায়িত্ব কি বা কোনটা। অনেকে বুঝেও না বোঝার ভান করে। আবার অনেকে বুঝেও হয়ত সময়ের অভাবে করতে পারে না। 

সংসারটা যেহেতু দুজনের, সেটা সুন্দর করে যাপন করার দায়িত্বও দুজনের। সুন্দরভাবে বাঁচুন। সংসারের দায়িত্ব পালন করলে একজনকে লাকি এবং আরেকজনকে মহান ভাবা বন্ধ করুন। 

সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। 

লেখক: ছাত্রী ও গৃহিণী

জাগরণীয়ার ইমেইল থেকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত