এই অসহাত্বকে যেনো বুঝতে পারি
প্রকাশ | ২৩ মে ২০১৬, ১৩:৪৭
কোন বেদনায়, কোন অসহায়ত্বে একজন শিক্ষক কোন অপরাধ ছাড়াই কানধরে ওঠবস করতে বাধ্য হন তাঁর ছাত্রদের সামনে;
গালে চড় মেরে উত্তেজিত জনতার সামনে এক অসহায় মানুষকে বিচারের জন্য ছেড়ে দিলে, জীবন বাঁচানোর জন্য সেই অন্যায়কে মেনে নিয়ে যে শিক্ষককে জীবনভিক্ষা করতে হয়;
হাজার হাজার মানুষ যখন ধেয়ে আসে একজন মানুষকে হত্যার দাবি করে, 'ধর্মীয় কটুক্তি'র কথা বলে, যার কোন প্রতিকার নেই, মৃত্যু ছাড়া;
যাঁর তিনটি মেয়ে রয়েছে এবং যাঁদের কোন নিরাপত্তা নেই;
যিনি বেঁচে আছেন একটি প্রায়-আইনহীন দেশে, যেখানে ধর্মীয় কটুক্তির কথা বলে যে কোন অন্যায় তাঁর বিরুদ্ধে করা সম্ভব, যে কাউকে এই কথায় ফাঁসিয়ে দিয়ে মেরে ফেললে রাষ্ট্র কোন দায় নেয় না;
সেই ব্যবস্থা, সেই হিংস্রতাকে আমলে এনে এই অসহায় মানুষের জীবন বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে তাঁর পাশে যে-ই দাঁড়াচ্ছেন, তাকেই শেষ ভরসা মনে করে উপুড় হয়ে পড়ার এই অসহাত্বকে যেনো বুঝতে পারি। নিজের কাছে আমার এ নিজের চাওয়া।
কাবেরী গায়েন এর ফেসবুক থেকে