আনন্দ টিভি’র যাত্রা শুরু
প্রকাশ | ১১ মার্চ ২০১৮, ২০:২৯
নতুন বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভি (এটিভি) যাত্রা শুরু করেছে। ‘হৃদয়ের কথা বলে’ স্লোগানকে সামনে রেখে সংবাদ ও বিনোদন দুই মাধ্যমেই সম্প্রচার করবে চ্যানেলটি।
১১ মার্চ (রবিবার) সন্ধ্যায় রাজধানীর এটিভি’র বনানীস্থ কার্যালয়ে চ্যানেলটির উদ্বোধনী করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এটিভির চেয়ারম্যান হাসান তৌফিক আব্বাস ও ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম প্রমুখ।
এটিভি কর্তৃপক্ষ জানায়, দেশের প্রত্যেক প্রান্তের খবর তুলে আনতে আনন্দ টিভির এক ঝাঁক তরুণ কর্মী কাজ করছেন। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মকে সুস্থধারার বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করে বাঙালির হাজার বছরের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা আনন্দ টিভির লক্ষ্য বলে জানান তারা।
এর আগে, গত ২৪ জানুয়ারি থেকে আনন্দ টিভির পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়। এরপর গত ১৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক সম্প্রচারে যাওয়ার অনুমতি লাভ করে চ্যানেলটি।