আমি এইসব পশুদের বাবা বলি না
প্রকাশ | ১৬ জুলাই ২০১৭, ২২:৪১
১২ বছরের ছোট্ট একটা বাচ্চা মেয়ে, সে এখন ধর্ষণের ফলে ৫ মাসের অন্তঃসত্ত্বা। তাকে কে ধর্ষণ করেছে?- তার নিজের বাবা! সৎ বাবা নয়, পাতানো বাবা নয়, একদম নিজের বাবা! আমি স্তব্ধ হয়ে বসে ছিলাম এই খবরটা দেখে। এরপর ভাবলাম সেইসব লোকেদের কথা যারা আমাকে জিজ্ঞেস করতো- নিজের বাবাকে, ভাইকে বিশ্বাস করেন না? আমি প্রবল আত্মবিশ্বাসের সাথে বলতাম- আমার নিজের বাবা, ভাই মানুষ। ধর্ষক নয়! বিশ্বাস করুন, আমার আত্মবিশ্বাসটা নড়ে গেছে। তার চেয়েও বেশি অসহায় লেগেছে যখন ভেবেছি এই বাচ্চা মেয়েটা কার বিরুদ্ধে অভিযোগের সাক্ষ্য দেবে? বলবে- আমার নিজের বাবা আমাকে ধর্ষণ করেছে?
যে লোকটি নিজের কন্যাকে ধর্ষণ করেছে, অন্তঃসত্ত্বা করেছে, সে মানুষ নয়। পশুও নয়। কারণ পশুদের সমাজে নিজ কন্যাকে ধর্ষণের নজির নেই। সবচেয়ে কষ্ট লেগেছে- বাচ্চাটিকে তার মা নিয়ে গিয়েছে পুলিশের কাছে, মা জামালপুর সদর থানায় এসে শিশুটির জন্মদাতা পিতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে শিশু ওই নির্যাতনের অভিযোগ পেয়েই জামালপুর সদর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে পাষণ্ড পিতাকে গ্রেপ্তার করে।
এই লোকটি, এই জানোয়ারের অধম লোকটি কেবল নিজের সম্মান নষ্ট করেনি, পৃথিবীর সমস্ত বাবার সম্মান নষ্ট করেছে! কারণ- বেশিরভাগ কন্যাদের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয়ের নামটি হয় তার বাবা। এই জানোয়ারের অধমটি কেবল নিজের কন্যার কাছে অপরাধ করেনি, পৃথিবীর প্রতিটি বাবার কাছে অপরাধ করেছে।
চীনদেশে একটা আইন আছে। ভয়ংকর শাস্তিযোগ্য অপরাধ করলে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলার আইন। সম্ভবত সর্বশেষ এই আইনের প্রয়োগ হয়েছিল সেই লোকটির ওপর যে কিনা শিশুখাদ্য গুড়ো দুধে মেলামাইন নামের ক্ষতিকর রাসায়নিকটি মিশিয়েছিল ব্যক্তিগত মুনাফার লোভে! এই লোকটি তার চেয়েও ভয়াবহ অপরাধ করেছে। নিজের কন্যাকে জানিয়ে দিয়েছে- পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য মানুষটি যার হওয়ার কথা, সে কতখানি ঘৃণ্য হতে পারে!
এই লোকটির চরম শাস্তি যেন নিশ্চিত হয় সেটাই আমার প্রার্থনা। আমি প্রচণ্ড আশাবাদী মানুষ। আমি সেইসব বাবাদের ‘বাবা’ বলে সম্মান করি যারা ধর্ষণের বিচার না পেয়ে চলন্ত ট্রেনের নিচে মেয়েকে নিয়ে মনের দুঃখে ঝাঁপ দেয়, সেইসব বাবাদের ‘বাবা’ বলি যারা নিজেরা ছেঁড়া স্যান্ডেল পরে দামী জুতোটা মেয়েকে কিনে দেয়।
আমি এইসব পশুদের বাবা বলি না। কারণ মানুষের মতো দেখতে হলেই মানুষ হওয়া যায়না, জন্মসূত্রে বাবা হলেও সবাই ‘বাবা’ হয় না!
জান্নাতুন নাঈম প্রীতি'র ফেসবুক থেকে