x

এইমাত্র

  •  ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত ৯১৮, মারা গেছেন ১৯ জন: এনডিটিভি
  •  ব্রিটেনে করোনায় ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৬০ জন; মোট ১০১৯। আক্রান্ত বেড়ে ১৭ হাজার ৮৯: ইভনিং স্ট্যান্ডার্ড
  •  জার্মানিতে বসবাসরত পাঁচজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন
  •  ইরানে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ১৩৯ জন। এছাড়া দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৭৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৩৫৪০৯ এবং মৃত ২৫১৭

১০ হাজার টাকায় হেয়ার রিবন্ডিং

প্রকাশ : ২৮ মে ২০১৭, ১৭:৫২

জাগরণীয়া ডেস্ক

আসছে ঈদ। এরই মধ্যে কেনাকাটার প্রস্তুতিসহ নানা আয়োজন শুরু হয়ে গেছে। কেউ ত্বকের যত্ন করছেন কেউ রান্না গোছাচ্ছেন। সব মিলিয়ে ঈদ হওয়া চাই জাঁকজমকপূর্ণ। এরকম জাঁকালো ঈদে যদি আপনার চুলে থাকে ভিন্ন সাজ?

আসন্ন ঈদ উপলক্ষে অরা বিউটি লাউঞ্জ নিয়ে এসেছে যেকোনও সাইজের চুলের জন্য ১০ হাজার টাকায় হেয়ার রিবন্ডিং অফার।

অরা বিউটি লাউঞ্জের হেয়ার রিবন্ডিং অফার চলবে ১ রমজান থেকে ১০ রমজান পর্যন্ত। এছাড়াও অরার নিয়মিত আয়োজনে থাকছে ব্রাইডাল মেহেদী, ব্রাইডাল ফেসিয়াল, গ্লো এন্ড শাইনিং ফেসিয়াল, পার্টি মেকআপ, ফেসিয়াল, মেনিকিওর- পেডিকিওর, হেয়ার কাটিং এন্ড স্টাইল, হেয়ার কালারিং, ফুট মাসাজ সহ রূপচর্চার আরও নানান সেবা। পছন্দের সেবাটি পেতে চলে যান অরা বিউটি লাউঞ্জে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত