মাত্র ২০ মিনিটেই উজ্জ্বল ত্বক!

প্রকাশ | ০৩ জুন ২০১৭, ১৯:২৩ | আপডেট: ০৩ জুন ২০১৭, ২০:২০

অনলাইন ডেস্ক

সকালে উঠেই নিজের কর্মক্ষেত্রে দৌড়। বাড়ি ফিরে আবার হাজারটা কাজ। ব্যস্ততার এই যুগে নিজের জন্যই সময়ই পাওয়া যায় না সেখানে ঘণ্টার পর ঘণ্টা রূপচর্চা করা তো দূরের কথা!

তাই দ্রুত সময়ে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এই টিপসটি ট্রাই করুন। 

১০ মিনিটে চেহারায় উজ্জ্বলতা পেতে এই উপকরণগুলি লাগবে
*সুইট আমন্ড অয়েল
*ভিটামিন ই ট্যাবলেট
*অ্যালোভেরা জেল
*লেবু

ব্যবহার পদ্ধতি
সামান্য আমন্ড অয়েল, তাতে দু’টি ভিটামিন ই ক্যাপসুল যোগ করুন। মিশ্রণটির মধ্যে সামান্য অ্যালোভেরা জেল মিশিয়ে নিন ভালো করে। যাতে সব উপাদান ভালো করে মিশে যায়। ঘন মিশ্রণটি ত্বকের উপর চক্রাকারে অর্থাৎ সার্কেল মোশনে ম্যাসাজ করুন বেশ কিছুক্ষণ। 
*বেশ কিছুক্ষণ ম্যাসাজ় করার পর দেখবেন ত্বক নরম হয়ে গেছে। 
*আগে থেকে অর্ধেক লেবুর রস ও জল একসঙ্গে মিশিয়ে ফ্রিজে রেখে দিন। 
*লেবুর রস ও জল জমিয়ে তৈরি বরফের টুকরো, ত্বকের উপর ঘষে নিন। এটি ত্বকের অতিরিক্ত তেলতেলেভাব দূর করবে। ত্বকে উজ্জ্বলতা আনবে। 
*গরম পানিতে তোয়ালে ভিজিয়ে মুখ মুছে ফেলুন। 
*২ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলুন। আর দেখুন ত্বক কেমন উজ্জ্বল দেখাচ্ছে। 
*মেকআপ করতে হলে, ১৫ মিনিট পর করুন। ত্বক উজ্জ্বল ও আকর্ষণীয় দেখাবে।